Wellcome to National Portal

জেলা সরকারি গণগ্রন্থাগার, রাজবাড়ী খোলা থাকে প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত এবং গ্রন্থাগার বন্ধ থাকে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ ।

Main Comtent Skiped

At a Glance

(ক) গ্রন্থাগারের অবস্থান: রাজবাড়ী জেলা সদরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের পশ্চিম পাশে অবস্থিত।

 

(খ) গ্রন্থাগারের সময় সূচি :  শনিবার থেকে বুধবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

 

(গ) সাপ্তাহিক ছুটি:  বৃহস্পতিবার ও শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন।

 

(ঘ) পাঠ্য সামগ্রীর সংখ্যা :  ৩১,০০০।

 

(ঙ) দৈনিক পত্রিকা: ১১টি( প্রথম আলো,সমকাল,কালের কন্ঠ,ইত্তেফাক,জনকন্ঠ, সংবাদ,ইনকিলাব,যায়যায়দিন,যুগান্তর,ডেইলিস্টার এবং অবজারভার)

 

(চ) বাঁধাইকৃত পত্রিকা: দৈনিক ইত্তেফাক, কিশোর আলো ও নবারুন ।

 

(ছ) সম্প্রসারনমূলক সেবা: বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে রচনা ,আবৃত্তি ,চিত্রাংকন ,বইপাঠ এবং হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা আয়োজন করা হয়।

 

(জ) ইন্টারনেট সেবা: বিনামূল্যে ইন্টারনেট সেবা দেয়া হয়।

 

(ঝ) কযক্রম: বেসরকারি গণগ্রন্থাগার তালিকাভূক্তি করণ/ রেজিস্ট্রেশন প্রদান করা হয়।

 

(ঞ) ভবনের আয়োতন: ৬৮০০ বগফুট।

 

(ট) পাঠকক্ষের সংখ্যা: ০২টি।